Site icon Kitabbhubon

ডাউনলোড করতে পারছি না

ডাউনলোড করতে পারছি না

ডাউনলোড করতে পারছি না

ডাউনলোড করতে পারছি না !

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আশাকরি সকলে ভাল আছেন।
আমরা যারা ইন্টারনেট থেকে পিডিএফ কিতাব ডাউনলোড করি বা করতে চাই, তারা সকলে এই ওয়েবসাইট দুটির সাথে পরিচিত:
এই ওয়েবসাইটগুলোতে প্রচুর কিতাবাদী রয়েছে। বেশ কিছু দিন যাবত এ সাইটগুলো আমাদের দেশ থেকে ভিজিট করা যাচ্ছে না। ফলে লিংক থাকার পরও আমরা অনেকেই কিতাব ডাউনলোড করতে পারছি না ! যা খুবই কষ্টদায়ক। বিশেষকরে কিতাবপ্রেমীদের জন্য।

সমাধান

এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা Tor Browser ব্যবহার করতে পারি। এন্ড্রয়েড মোবাইল কিংবা কম্পিউটারে এই ব্রাউজারটি ব্যবহার করলে উপরোক্ত দুটি সাইট থেকে আমরা আমাদের কাঙ্খিত কিতাবগুলো ডাউনলোড করতে পারব।
ব্রাউজারটি ডাউনলোড করার জন্য এই লিংকের সহায়তা নিতে পারেন https://www.torproject.org/download/
তাছাড়া এন্ড্রয়েড মোবাইলে Play Store গিয়ে Tor Browser লিখে সার্চ দিলে সহজেই পেয়ে যাবেন।

কিভাবে ব্যবহার করব

উদাহরণ হিসেবে আমি এখানে দুটি লিংক উল্লেখ করছি:
এই লিংক দুটি আপনি সাধারণ ব্রাউজার ব্যবহার করে যদি খুলতে চান তাহলে তা খুলবে না। তবে Tor Browser ব্যবহার করলে খুলতে পারবেন ইনশাআল্লাহ। এর জন্য যা করতে হবে তা খুবই সহজ, লিংকটি কপি করে Tor Browser এ পেস্ট করে ব্রাউজ করুন। ইনশাআল্লাহ লিংকগুলো ওপেন হবে।
************
আসুন আমরা নেক কাজে একে অপরের সহযোগী হই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমীন।
Exit mobile version