Site icon Kitabbhubon

পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি

পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি

পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি

পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি।
বদরুদ্দীন উমর।

বদরুদ্দীন উমর বাংলাদেশের অর্থনৈতিক এবং অধিকাঠামোমূলক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বহু সমস্যার ওপর রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। বহু ক্ষেত্রে তাঁর কৃত ব্যাখ্যা বিশ্লেষণ ও মতামতের গুরুত্ব অনস্বীকার্য। রাজনৈতিক সাহিত্য রচনার ক্ষেত্রে বাঙালী মননের জগতে বদরুদ্দীন উমরের স্থান বৈশিষ্ট্যপূর্ণ এবং স্বীকৃত। অবশ্য রাজনৈতিক সাহিত্য রচনা ছাড়াও তাঁর রাজনৈতিক জীবনের অন্যান্য উজ্জ্বল অংশ রয়েছে। রাজনৈতিক সংগঠনের কর্মধারা অব্যাহত রাখা তার মধ্যে অন্যতম। কিন্তু এখনো পর্যন্ত বদরুদ্দীন উমরের সর্বজন স্বীকৃত কৃতি হচ্ছে তিনটি বিশাল খন্ডে পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি শীর্ষক গ্রন্থ। তিনি আমাদের ভাষা আন্দোলনের সাহিত্যিক স্থপতি। ভাষা আন্দোলনের ওপর তার এই গ্রন্থ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সাহিত্যিক শংকর লিখেছিলেন—বদরুদ্দীন উমর ভাষা আন্দোলনের কাশীরাম দাশ। ভাষা আন্দোলনের ওপর তাঁর রচনাসমূহ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা তাঁর রাজনৈতিক জীবনের সামগ্রিক কর্মকান্ডের সঙ্গে অবিমিশ্রভাবে মানুষের সার্বিক শোষণ মুক্তির সংগ্রামে নিরন্তর অংশগ্রহণ করে চলেছে। আবুল কাসেম ফজলুল হক সম্পাদিত মাসিক লোকায়ত পত্রিকার নবেম্বর ‘৮২ সংখ্যার (পৃষ্ঠা-৫৬) বরাত দিয়ে বলা যায়—’বিগত কয়েক দশক ধরে আমাদের দেশে সৃষ্টিশীল চিন্তার ও সৃষ্টিশীল কর্মের যে একটি ধারা ধীরে ধীরে দানা বাঁধছে, সকলের অজান্তে আত্মপ্রকাশ করছে, ভবিষ্যতে-রচিত-ইতিহাসে বদরুদ্দীন উমর সম্ভবতঃ সেই ধারার পথিকৃতের এবং প্রথম পর্বের প্রধান পুরুষের মর্যাদায় ভূষিত হবেন।’ তাঁর অবদানের ক্ষেত্র বিশিষ্ট ও বিশাল হওয়া সত্ত্বেও তাঁকে নিয়ে আলোচনা খুবই কম হয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন।


পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি প্রথম খন্ড


পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি দ্বিতীয় খন্ড


পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি তৃতীয় খন্ড

Exit mobile version