Site icon Kitabbhubon

লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের আরবী মাখতুতা

লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের আরবী মাখতুতা

লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের আরবী মাখতুতা

জার্মানের স্যাক্সনি রাজ্যে লাইপজিগ ইউনিভার্সিটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়৷ পঞ্চদশ শতাব্দীর শুরুতে প্রতিষ্ঠিত হয়  বিশ্ববিদ্যালয়টি৷ বিশ্ববিদ্যালয়ের রয়েছে সুবিশাল লাইব্রেরী Leipzig University Library। 

বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সংগ্রহে বর্তমানে 8,700 পাণ্ডুলিপি রয়েছে। তন্মধ্যে প্রায় অর্ধেকের মত রয়েছে আরবী মাখতুতা বা পাণ্ডুলিপি।

জার্মানের লাইপজিগ ইউনিভার্সিটি লাইব্রেরীরর ইসলামী মাখতুতা এখন নেটে পাওয়া যায়। তাদের সাইট এর নাম হল المخطوطات الإسلامية في مكتبة جامعة لايبزيك

মাখতুতার তালিকার নমুনা: 

আশা করি এ লাইব্রেরী থেকে সকলে সহজেই উপকৃত হতে পারবেন। 

আজ এটুকুই ।

আগামীতে অন্য কোন লাইব্রেরীর ইসলামী মাখতুতার আলোচনা নিয়ে আপনারদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন।

মাখতুতা সম্পর্কে আমাদের অন্যান্য পোষ্ট দেখুন: مخطوطة 

Exit mobile version