নবীজীর সুন্নাত pdf হযরত মুফতী মনসূরুল হক

নবীজীর সুন্নাত pdf হযরত মুফতী মনসূরুল হক

ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ।

উম্মতের উদ্দেশ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কাজ ও মৌনসমর্থনকে সুন্নাহ বলা হয়।

সুন্নাহ মূলত কুরআনেরই ব্যাখ্যা।

যারা কুরআন মেনে নিয়েছে তারা সুন্নাহ মানতেও বাধ্য।

কারণ কুরআনের অসংখ্য আয়াতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী ও কর্ম অনুসরণের নির্দেশ এসেছে।

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সুন্নাহর অনুসরণ উম্মতের অবশ্য কর্তব্য এ-সম্পর্কিত কুরআনের কয়েকটি আয়াতঃ

নবীজীর সুন্নাত pdf হযরত মুফতী মনসূরুল হক

ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ। উম্মতের উদ্দেশ্যে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কথা, কাজ ও মৌনসমর্থনকে সুন্নাহ বলা হয়। সুন্নাহ মূলত কুরআনেরই ব্যাখ্যা। যারা কুরআন মেনে নিয়েছে তারা সুন্নাহ মানতেও বাধ্য। কারণ কুরআনের অসংখ্য আয়াতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণী ও কর্ম অনুসরণের নির্দেশ এসেছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা সুন্নাহর অনুসরণ উম্মতের অবশ্য কর্তব্য এ-সম্পর্কিত কুরআনের কয়েকটি আয়াতঃ

এক.         أَطِيعُوا اللهَ وَأَطِيعُوا الرَّسُوْلَ

‘তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রাসূলের’।  ( সূরা তাগাবুন, আয়াত-১২)

দুই.                       وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا

‘রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো আর যা কিছু থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো।’ (সূরা হাশর, আয়াত ৭)

তিন.                            قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي

‘হে নবী! মানুষকে বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমার অনুসরণ করো।’   (সূরা আলে ইমরান, আয়াত ৩১)

আমাদের সাইটের আরো বাংলা দ্বীনী কিতাব পড়তে এ লিংকে যান: বাংলা কিতাব

শাইখুল হাদীস মুফতী মনসূরুল হক দা.বা. এর বয়ান এবং সমস্ত কিতাব, প্রবন্ধ, মালফুযাত একসাথে ১টি অ্যাপে পেতে ইসলামী যিন্দেগী অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করুন।

হযরত মুফতী মনসূরুল হক দা. বা. এর সকল কিতাব ও বয়ান এবং  (ইসলামী যিন্দেগী/ Islami Jindegi) APP পেতে ভিজিট করুন:  (www.darsemansoor.com & www.islamijindegi.com)