কাশ্মীরে আজাদির লড়াই একটি ঐতিহাসিক দলিল,
প্রবীর ঘোষ
কাশ্মীরে আজাদির লড়াই বইয়ের লেখন এক স্থানে লেখেন:
এতক্ষণ আমরা ইতিহাসের পাতা উল্টেছি। এই অতীত ইতিহাসই কাশ্মীরের ভবিষ্যতের ইতিহাস গড়ায় এ দেশের নতুন প্রজন্মকে সঠিক পথে চালিত করতে পারে। একটা দেশকে জানার জন্য দেশের মানুষের ইতিহাস জানার বড়ই প্রয়োজন।
১৯৪৭ এর ১৫ জুন সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রস্তাবনায় বলা হয়, ‘ব্রিটিশ শাসনের অবসান হলেই দেশীয় রাজ্যে স্বাধীনতা আসবে না। সিদ্ধান্ত নিতে জনমতকেই প্রাধান্য দিতে হবে।’
এই নীতি মেনেই
দেশীয় নৃপতি হায়দ্রাবাদের নিজাম তাঁর রাজ্যের ভারত চুক্তিতে নারাজ হলেও ভারত সরকার সেনা পাঠিয়ে হায়দ্রাবাদ দখল করে একটা রাজ্য করে দিল।
ভারত সরকার সেনা পাঠানোর পক্ষে একটাই যুক্তি দেখিয়ে ছিল- হায়দ্রাবাদবাসীরা চাইছে ভারত ভুক্তি। নিজামের ইচ্ছা এখানে মূল্যহীন।
জম্মু কাশ্মীরের বেলায় আমরা কেন রাজার ইচ্ছাকে গুরুত্ব দেব? জনতার ইচ্ছাকে মূল্য দেব না? একি স্ববিরোধী নষ্ট চরিত্রের লক্ষণ নয়? একি দেশের সাম্রাজ্যবাদী চরিত্রের লক্ষণ নয়?
আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক: https://t.me/kitabbhubon
কাশ্মীর বিষয়ক আরো কিতাব পড়ুন: কাশ্মীর