মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা. বা. এর pdf কিতাব (28টি) – Kitabbhubon

Blog

মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দা. বা. এর pdf কিতাব (28টি)

মুফতী মুহাম্মাদ তাকী উসমানী

বিচারপতি মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী (জন্ম: ১৯৪৩) পাকিস্তানের একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব।

তিনি হাদীস,ইসলামী ফিকহ,তাসাউফ ও অর্থনীতিতে বিশেষজ্ঞ।

তিনি বর্তমানে ইসলামী অর্থনীতিতে সক্রিয় ব্যক্তিদের অন্যতম।

তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত পাকিস্তানের কেন্দ্রীয় শরীয়াহ আদালতের এবং ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তান সুপ্রিম কোর্টের শরীয়াহ আপিল বেঞ্চের বিচারক ছিলেন।

তিনি ইসলামী ফিকহ্ ,হাদিস,অর্থনীতি এবং তাসাউউফ সম্পর্কে বিশেষজ্ঞ। তিনি বিখ্যাত তাফসীরগ্রন্থ “মাআরিফুল কোরআন”এর রচয়িতা মুফতি শফী উসমানীর সন্তান।

২০০৪ সালের মার্চ মাসে মাওলানা তাকী উসমানীকে দুবাইয়ে আন্তর্জাতিক ইসলামী অর্থনীতি সংস্থার বার্ষিক অনূষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রি ইসলামী অর্থনীতিতে তাঁর অবদান ও অর্জনের কারণে বিশেষ সম্মাননা প্রদান করে।

প্রতি সপ্তাহের রবিবার তিনি করাচীর দারুল উলুম মাদরাসায় তাযকিয়াহ তথা আত্মশুদ্ধি সম্পর্কে বয়ান করেন।

বর্তমানে তিনি দারুল উলুম করাচীতে সহীহ বুখারী,ফিকহ এবং ইসলামী অর্থনীতির দরস (কোন বিষয়ে পরামর্শ বা বক্তব্য প্রদান করা) দেন।

১৯৭০ সালে প্রেসিডেন্ট যুলফিকার আলী ভুট্টোর আমলে পাকিস্তান ন্যাশনাল এ্যাসেম্বলি কর্তৃক কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার ব্যাপারে আলিমদের মধ্য হতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

জেনারেল জিয়াউল হকের শাসনামলে হদ্দ,ক্বিসাস এবং দিয়ত সম্পর্কিত আইন প্রণয়নে তিনি অগ্রবর্তি ভূমিকা পালন করেন।

১৯৬৭ সাল থেকে তিনি উর্দূ মাসিক পত্রিকা আল-বালাগ এবং ১৯৯০ সাল থেকে ইংরেজি মাসিক পত্রিকা

আল-বালাগ ইন্টারন্যাশনালের প্রধান সম্পাদক পদে আছেন।

ইসলামী ব্যাংকিং ও অর্থনীতি সম্পর্কে তিনি বিভিন্ন পত্রিকা ও সাময়িকীতে বহু প্রবন্ধ লিখেছেন।

তিনি আরবি,উর্দূ এবং ইংরেজিভাষায় ষাটের অধিক গ্রন্থের রচয়িতা।

তার রচিত অধিকাংশ বই বাংলায় অনূদিত হয়েছে।

তন্মধ্যে কিছু কিতাবের pdf এর লিংক নিচে দেওয়া হল:

  1. তাফসীরে তাওযীহুল কুরআন 1
  2. তাফসীরে তাওযীহুল কুরআন 2
  3. তাফসীরে তাওযীহুল কুরআন 3
  4. অমুসলিম দেশে মুসলিম পর্যটক
  5. আপন ঘর বাঁচান
  6. ইতিহাসে কাঠগড়ায় হযরত মুয়াবিয়া রা.
  7. ইসলাম ও আধুনিক অর্থনীতি ও ব্যবসায়নীতি
  8.  ইসলাম ও আধুনিক রাজোনীতি
  9. ইসলাম ও আধুনিকতা
  10. ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি সমস্যা ও সমাধান
  11.  ইসলাহি খুতুবাত 1-10 খণ্ড
  12. উহুদ থেকে কাসিয়ুন
  13. খৃষ্টধর্মের স্বরুপ
  14. খাওয়ার আদব
  15. গোনাহ ও তাওবা অভিশাপ ও রহমত
  16. জীবনের শ্রেষ্ঠ সম্পদ
  17. দুনিয়া জোড়া বিস্ময়কর সফর
  18.  দুনিয়ার ওপারে
  19.  পৃথিবীর দেশে দেশে
  20. ফুরাত নদীর তীরে
  21.  মাযহাব কি এবং কেন
  22. মাসায়েলে মাআরিফুল কুরআন
  23.  মুমিন ও মুনাফিক
  24.  মিথ্যা ওয়াদা ভঙ্গ ও খেয়ানতের বিভিন্ন রূপ
  25.  রাতের সূর্য
  26. সুদ নিষিদ্ধ পাকিস্তান সুপ্রীম কোর্টের ঐতিহাসিক রায়
  27. সুদবিহীন ব্যাংকিং
  28. সুন্নাহ্‌র আইনগত মর্যাদা
  29. স্পেনের কান্না​


নোট: ডাউনলোড করতে না পারলে প্রথমে অন্য Browser দিয়ে ট্রাই করুন। এরপরও না হলে #VPN ব্যবহার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>