আলেম মুক্তিযোদ্ধার খোঁজে, একাত্তরের চেপে রাখা ইতিহাস
শাকের হোসাইন শিবলি
শাকের হোসাইন শিবলি মূলত ফিচার সাংবাদিক ছিলেন। দেশের একটি শীর্ষ দৈনিকে কাজ করতে গিয়ে “আলেম মুক্তিযোদ্ধার খোঁজে” শিরোনামে লেখেন এক অসাধারণ ফিচার।
চারিদিক থেকে প্রশংসা আসতে থাকে। এরপর এরকমই আরেকটি লেখা তৈরি করেন। কিন্তু দলীয়ভাবে অন্ধ কর্তৃপক্ষ সুদৃষ্টি তে নেননি।
তাকে ডেকে নিয়ে বিস্ময়ে জিজ্ঞেস করেন- আলেম মুক্তিযোদ্ধা আবার কি জিনিস? এ “অপরাধে” তার চাকরিও খেয়ে ফেলেন! লেখকের ভিতর জেদ চেপে বসে, এর শেষ তিনি দেখে নিবেন।
.
এরপর তিনি দৈনিক গুলোতে “আলেম মুক্তিযোদ্ধার খোঁজে” টাইটেল করে বিজ্ঞাপন দেন।
দেশের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধারা যোগাযোগ করতে থাকেন তার সাথে।
লেখক টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলা ঘুরে ঘুরে সেসব মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাপ্রেমীকে খুঁজে বের করেছেন, ইতিপূর্বে যাদের কথা কোন মাধ্যমে উঠে আসেনি। আসতে দেয়া হয়নি।
আবার মাওলানা ভাসানী ও তরকবাগীশের মত জাতীয় নেতাদের চেপে যাওয়া ইতিহাসকেও তুলে এনেছেন খুবই বিসশস্ত অবয়বে।
মোটকথা, কালে খড়স্রোতে ভেসে যাচ্ছিলেন যারা, শিকলবন্দি হতে চলছিল যাদের অবদান, স্বীকৃতি; তাদের অঙ্কুর থেকে বের করে এনে পাদপ্রদীপের আলোয় প্রজ্বলিত করা হয়েছে এ গ্রন্থে।
আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের সমরিদ্ধ ইতিহাস রচনায় এ গ্রন্থ অশামান্য অবদান রাখবে এ কথা বলা যায় নিরদ্বিধায়।
বাংলাদেশী হিসেবে আমাদের সকলের বইটি পড়া উচিত। চেপে রাখা ইতিহাসগুলো জেনে নেওয়া উচিত।
ইতিহাস বিষয়ক আরো অন্যান্য কিতাব পড়ুন: ইতিহাস
আমাদের ফেসবুক পেইজ: https://www.facebook.com/Kitab-bhubon
Reviews
There are no reviews yet.