বাংলার মুসলমানদের ইতিহাস pdf
আব্বাস আলী খান
মুসলমানী জীবনটাই এক চিরন্তন সংগ্রামী জীবন, সংগ্রাম বিমুখতার ইসলামে কোন স্থান নেই, তাই ইসলাম ও মুসলিম বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রামে অগ্রগামীর ভুমিকা পালন করতে হবে।
নতুবা জাতিকে দুশমনের নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত হয়ে ধুকে ধুকে মরতে হবে।
“বাংলার মুসলমানদের ইতিহাস” এ প্রায় ২০০শত বছর যাবৎ মুসলমানদের প্রতি হিন্দুদের উৎপিড়ন অবিচারের কাহীনি বর্ণিত হয়েছে।
অতিতের কথা কেউ কেউ মনগড়া মনে করতে পারেন। বর্তমান সময়ে ভারতে কি হচ্ছে তা কি তারা দেখছেন না?
সেখানে প্রতিনিয়ত সংঘটিত লোমহর্ষক দাংগায় যে মুসলমানদেরকে নিমূল করা হচ্ছে তা কি তাদের চোখে পড়েনা?
রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর বৈষম্যমূলক আচরনের ও সমালোচনা করা হচ্ছে। এরপরও উগ্র মুসলিম বিদ্বেষীদের দেশ ভারতে মুসলমানদের জানমালের নিরাপত্তা কোথায়?
ভবিষ্যতে হয়তো এসবের সঠিক ইতিহাস প্রণীত হবে…..
আব্বাস আলী খান বলেন,
ইতিহাস একটা জাতির মধ্যে জীবনীশক্তির সঞ্চার করে।
কোন জাতিকে ধ্বংস করতে হলে তার অতীত ইতিহাস ভুলিয়ে দিতে হবে অথবা বিকৃত করে পেশ করতে হবে।
একজন তথাকথিত মুসলমান যদি ইসলাম সম্পর্কে সঠিক ধারনা লাভের সুযোগ না পায় এবং তার জাতির অতীত ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকে,তাহলে তার মুখ থেকে এমন সব মুসলিম ও ইসলাম বিরুধি কথা বেরুবে যেসব কথা একজন অমুসলমান মুখ থেকে বের করতে অনেক সাত পাঁচ ভাববে।
এ ধরণের হস্তিমূর্খ মুসলমানের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং মুসলমানদের জাতশত্রুগন তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করছে। ‘(মরহুম আব্বাস আলী খান)
প্রায় দেড় যুগ পূর্বে বাংলার মুসলমানদের ইতিহাস লেখার দায়িত্ব আমার উপর অর্পিত হয়।
কথা ছিল বাংলায় মুসলমানদের প্রথম আগমন থেকে ১৯৪৭ সালে ভারত বিভাগ পর্যন্ত এ সুদীর্ঘ কালের ইতিহাস লেখার।
তবে বিশেষভাবে বলা হয় যে, ইংরেজদের শাসন ক্ষমতা হস্তাগত করার পর মুসলমানদের প্রতি বৃটিশ সরকার ও হিন্দুদের আচরণ কেমন ছিল তা যেন নির্ভরযোগ্য তথ্যাদিসহ ইতিহাসে উল্লেখ করি।
Government of India Act-1935 পর্যন্ত ইতিহাস লেখার পর আর কলম ধরার ফুরসৎ মোটেই পাইন।
ইতিহাস সম্পর্কে আরো কিতাব পড়ুন: বাংলা ইতিহাস
আমাদের ফেসবুক পেইজ ভিজিট করুন: kitab bhubon
Reviews
There are no reviews yet.