নামাজ বিষয়ক ৬টি গুরুত্বপূর্ণ কিতাবের PDF – Kitabbhubon

Blog

নামাজ বিষয়ক ৬টি গুরুত্বপূর্ণ কিতাবের PDF

বিসমিল্লাহির রাহমানির রাহীম

নামায ঈমানের মানদন্ড। ইসলামের স্তম্ভ ও নিদর্শন। আর কালেমার পরে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। খুশু-খুযুর সঙ্গে সঠিক পদ্ধতিতে নামায আদায় করা প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য।

নামাযের বিধান যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মাধ্যমে এসেছে তদ্রূপ তার নিয়ম-পদ্ধতিও তিনিই উম্মতকে শিখিয়েছেন। দ্বীন ও শরীয়তের ইলম অর্জনের তিনিই একমাত্র সূত্র।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে নামাযের পদ্ধতি সর্বপ্রথম শিখেছেন সাহাবায়ে কেরাম। নবীজী তাদেরকে মৌখিকভাবেও শিখিয়েছেন এবং নিয়মিত তাদেরকে নিয়ে নামায আদায় করেছেন। তাঁর ইরশাদ-

صلوا كما رأيتموني أصلي

 ‘তোমরা সেভাবেই নামায আদায় কর যেভাবে আমাকে আদায় করতে দেখ।’

এরপর সাহাবায়ে কেরাম থেকে তাবেয়ীন, তাবেয়ীন থেকে তাবে তাবেয়ীন, এভাবে প্রত্যেক উত্তর প্রজন্ম  পূর্ববর্তীদের কাছ থেকে তা গ্রহণ করেছে এবং কিয়ামত পর্যন্ত এই ধারাবাহিকতা চলমান থাকবে ইনশাআল্লাহ।  এই নামাজের সুন্নাহ সম্মত পদ্ধতি জানার জন্য আমাদেরকে মুহাক্কিক উলামায়ে কেরামের বই পড়তে হবে। আজ তাই নামাজ বিষয়ক ৬ টি গুরুত্বপূর্ণ কিতাবের পিডিএফ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

বইগুলো নিজে পড়ুন। অন্যকে পড়তে উৎসাহিত করুন।

নামাজ বিষয়ক ৬টি গুরুত্বপূর্ণ কিতাবের PDF

১. নবীজীর নামাজ
শাইখ মুহাম্মাদ ইলিয়াস ফয়সাল
অনুবাদ: মাওলানা মুহাম্মদ যাকারিয়া আব্দুল্লাহ
ডাউনলোড লিংক: নবীজীর নামাজ
 
২. দলিলসহ নামাযের মাসায়েল
মাওলানা আব্দুল মতিন
 
৩. নবীজীর সা. নামাজ
হযরত মুফতী মনসূরুল হক
ডাউনলোড লিংক: নবীজীর সা. নামাজ 
 
৪. নবীজীর প্রিয় নামায
মুফতী আবদুল্লাহ নাজীব হাফিযাহুল্লাহ
ডাউনলোড লিংক: নবীজীর প্রিয় নামায  
 
৫. ২০ রাকাত তারাবীর হাদীস সহীহ
ইসমাঈল ইবনে মুহাম্মদ আনসারী
 
৬. সহীহ হাদীসের আলোকে তারাবীর রাকাআত সংখ্যা ও সহীহ হাদীসের আলোকে ঈদের নামাজ
হযরত মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক দা. বা.

বিকল্প লিংক: 

 
 
 
 
 
 
 
পোষ্টটি ভাল লাগলে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।

1 Comments on “নামাজ বিষয়ক ৬টি গুরুত্বপূর্ণ কিতাবের PDF

  1. সুন্দর উদ্যোগ, খুবই উপকৃত হচ্ছি। শুকরান। কিছু ফতোয়ার কিতাবের পিডিএফ দরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>