প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব) ছিলেন জন্মসূত্রে কাদিয়ানী। আমজাদ খান চৌধুরী ১৯৩৯ সালের ১০ নভেম্বর উত্তরবঙ্গের নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী কাশেম খান চৌধুরী ও মাতার নাম আমাতুর রহমান। ঢাকার নবকুমার ইন্সস্টিটিউট থেকে তার শিক্ষা জীবন শুরু । পাকিস্তান মিলিটারি একাডেমি ও অস্ট্রেলিয়ান স্টাফ কলেজ থেকে তিনি স্নাতক লাভ করেন।
তার দাদা খান বাহাদুর আবুল হাসেম খান চৌধুরী ছিলেন আহমদীয়া মুসলিম জামাতের আমীর ছিলেন। তার বাবা আলী কাশেম আনসার ছিলেন আহমদীয়া মুসলিম জামাতের জেনারেল সেক্রেটারী।
এই বিষয়গুলো জানার জন্য নিচের লেখাটি পড়তে পারেন:
পাক্ষিক আহ্মদী – নব পর্যায় ৭৪বর্ষ | ১৭তম সংখ্যা | ১৫ই মার্চ, ২০১২ইং | পৃষ্ঠা: 18-20
মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর ছোট ভাই বশির উদ্দীন আফযাল আহমেদ খান ছিলেন আহমদীয়া মুসলিম জামাতের সেক্রেটারী সানাত ও তেজারত।