মাওলানা সাদ সাহেবের সঙ্গে আলেমদের দ্বিমত কেন? জানতে নিচের বইগুলো পড়তে পারেন। – Kitabbhubon

Blog

মাওলানা সাদ সাহেবের সঙ্গে আলেমদের দ্বিমত কেন? জানতে নিচের বইগুলো পড়তে পারেন।

তাবলীগের উদ্ভুত পরিস্থিতি বিষয়ে লিখিত সকল কিতাবের লিংক দেওয়া হল। তাছাড়া মাওলানা সাদ সাহেবের গলদ বয়ান এবং এই সংক্রান্ত বিস্তারিত ওয়াজাহাত পুস্তক আকারে এবং অডিও আকারে রাখা আছে। আশা করি সবাই এখান থেকে গবেষণার নতুন নতুন খোরাক পাবেন এবং যাহা সত্য অনুসন্ধানে সাহায্য করবে। নিজে পড়ি এবং অপরকেও পড়তে উৎসাহিত করি বেশি বেশি শেয়ার করার মাধ্যমে৷

মাওলানা আবদুল্লাহ ফারুক রচিত তাবলীগ সিরিজের সবগুলো কিতাব (১-১৭) একসাথে : https://drive.google.com/…/12zEF1Ykm…

তাহকীক বইটি হতে পারে মেহনতকারীদের চিন্তার খোরাক। তাহকীক বইয়ের নতুন সংস্করন : https://drive.google.com/open…