হযরত আবদুল মালেক সাহেব হাফি. শুধু আমাদের দেশের নয় পুরো বিশ্বের ইলমি মহলের জন্য অন্যতম নিয়ামত৷ তাঁর ইলম, আমল, আখলাক সবকিছু আপনাকে মুগ্ধ করবে৷ টেনে নিয়ে যাবে নববি আদর্শের দিকে৷ তিনি ইলমের একজন পোকা বলা যায়৷ জীবনকে উৎসর্গ করেছেন ইলমের জন্য৷ হযরত কত বড় মাপের ইলমি ব্যক্তিত্ব তা নিম্নের কয়েকটি বড়দের বাণী পড়লে বুঝতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ৷ ১৷ বিখ্যাত হাদীস বিশারদ শায়খ আবদুর রশিদ নুমানী রাহ. বলেন, “এমন মেধাবী ছাত্র আমার জীবনে আমি পাইনি।” হযরত আব্দুর রশীদ নোমানী রাহ. আবদুল মালেক সাহেব হাফি.এর লিখিত "আল মাদখাল ইলা উলুমিল হাদীসিশ শরিফ" দেখে বলেন, "তোমার আলমাদখাল দেখে আমি অনেক আনন্দিত!" বান্নূরী টাউনে...