নির্বাচিত কিছু আরবী ফন্ট
আসসালামু আলাইকুম।
আমরা যারা লেখালেখির কাজ করি বা প্রকাশনার সাথে সম্পৃক্ত তারা কম বেশি ফন্ট সম্পর্কে জানি। একটি সুন্দর ফন্ট পাঠককে একটি লেখা পড়ার প্রতি অনেক বেশি আগ্রহি করে । তাছাড়া সুন্দর ফন্টের কারণে পাঠক অনেক বড় লেখাও পড়তে স্বাচ্ছন্দবোধ করেন।
মাঝে মাঝে অনেক ভাই আরবী ফন্টের জন্য অনুরোধ করেন।
তাদের অনুরোধের ভিত্তি আজ আপনাদের সামনে নির্বাচিত কিছু আরবী ফন্ট নিয়ে হাজির হয়েছি। স্বাভাবিক লেখালেখি বা বই-পত্রের কাজে আসতে পারে এমন কিছু ফন্টের লিংক নিচে দেওয়া হল।
নির্বাচিত কিছু আরবী ফন্টের তালিকা লিংকসহ:
- AGA Granada Regular
- Al Qalam Quran Majeed
- amiri
- islamia
- KFGQPC Uthman Taha Naskh
- MolviAM
- Monotype Koufi
- PT Simple Bold Ruled
- Sakkal Majalla
- Sonan Abi Dawud
এ ধরনের বিভিন্ন পোষ্ট পড়তে ভিজিট করুন: কিতাব ভুবন. কম
KFGQPC Uthman Taha Naskh
السلام عليكم ورحمة الله
জনাব, এই ফন্টটি ডাউনলোড করার লিংকটি দেন। এখানে ডাউনলোড করার পর দেখলাম এটি শুধুমাত্র পিকচার। এই ফন্টটি ব্যবহার করার উপযোগী কোন ওয়েবসাইটে আসলটি পাচ্ছিনা।
শুধুমাত্র KFGQPC Uthman Taha Naskh এতটুকু লেখা ফন্ট পাচ্ছি না। বাড়তি অনেক লেখাযুক্ত ফন্ট পাচ্ছি। যদি দয়া করে একটু এই ফোনটি ডাউনলোড করার লিংকটি দিতেন উপকার পেতাম। جزاك الله خيرا
সবগুলো ফন্ট ঠিকমত আছে। আমি ডাউনলোড করেছি। আপনিও পারবেন।