বই-কিতাবের ফেরি করে যে ওয়েবসাইট – Kitabbhubon

Blog

বই-কিতাবের ফেরি করে যে ওয়েবসাইট

বই-কিতাবের ফেরি

📖বই-কিতাবের ফেরি করে যে ওয়েবসাইট💻

কিতাবপত্র বা বই পত্তর—এই নিয়েই তো বেঁচে থাকা৷ জগত সংসারে জ্ঞানের দখল বিস্তৃতভূম জুড়ে৷ অর্থবিত্ত আর শিল্প-বানিজ্য প্রত্যক্ষভাবে পৃথিবীর বিধায়ক হলেও আদতে যে অনিমেষ-অনিঃশেষ নির্মাণ প্রতিক্ষণ হচ্ছে সে মূলত জ্ঞানের আদল-মাদল৷

বলা হয়, অণুর সঙ্গে অণুর পরমার্থিক সংবিক্ষণে জন্ম নেয় প্রতিটি বস্তু৷ এভাবেই রূপয়ণের চিরাচরিত নিয়ম— সে যা হোক, আজকের এই ক্রমবর্ধমান উন্নত পৃথিবী সত্যিই নিঃসার কঙ্কাল-অস্থি হয়ে পড়বে যদি একদিনের জন্যেও জ্ঞানের চর্চা থমকে থাকে৷ কোন অর্থেই কার্বন ডাই অক্সাইডের চেয়ে অ-মূল্যবান নয়— জ্ঞান, জ্ঞানের চর্চা এবং সর্বোতভাবে জ্ঞানীরা৷

বর্তমান পৃথিবীর অন্যতম প্রধান শক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি৷ সকল দেশই এর সহজলভ্যতা এবং এতে জনগণের যথাযথ সংযুক্তি ঘটাতে বদ্ধপরিকর৷ তারই ধারাবাহিকতায় বাংলাদেশও তাঁর বাজেটের বিপুল অংশ বরাদ্দ করে থাকে এ খাতে৷ ফলে গত এক দশক ধরে এ দেশ তথ্য প্রযুক্তির বিকাশে যথেষ্ট ঊর্ধ্ব-সূচকে অবস্থান করছে৷

দেশের প্রতিজন সচেতন ব্যাক্তি, প্রতিটি প্রতিষ্ঠান তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা অর্জনের এক যুগান্তকারী প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ ফলে আমরা এখন রাজপথে আন্দোলনের বীজ বপন করতে দেখি অন্তর্জালের ছোট ছোট প্লাটফর্মে৷

সংবাদ সংস্থা তাদের প্রধান প্রচার ক্ষেত্র বানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে৷ আমরা আরো কি কি উপকার লাভ করছি চলমান তথ্য ও প্রযুক্তির বিপ্লবের অংশিদার হিসেবে এটার সঠিক নিরুপণ অসাধ্য৷ তবে এ কথা সত্য যে, এতদিনে অন্তর্জাল আমাদের পূর্বতন অনেক ধারণাকে আমূল পরিবর্তন করে দিয়েছে৷

আমরা এখন মার্কেটে শপিং করতে যাওয়ার আগে অনলাইনে পন্যটি সম্পর্কে জেনে নিই৷ দর-দাম ও কোয়ালিটি সম্পন্ন পন্য ক্রয়ে এটি ভালো কৌশলও বটে৷ তবে তা যে আমাদের দৈনন্দিন জীবনে এক অকল্পনীয় সাংস্কৃতিক পরিবর্তন— তা চিন্তা করি ক’জন?

খুবই খুশির সংবাদ এই যে, এখন পড়ালেখা ও বিদ্যা অর্জনেরও অন্যতম মাধ্যমরূপে কেবলই জোরদার হয়ে উঠছে ভার্চুয়াল জগত৷ বিভিন্ন সাইট তৈরি হয়েছে ইতোমধ্যেই৷ ইংরেজিতে সবচে’ বেশি, এরপর আরবিতে৷ বাংলায়ও এর সংখ্যা যথারীতি বৃদ্ধি পাচ্ছে৷

এগুলো নানান সহায়তা করে থাকে বই-পত্রের প্রেমিকদের৷ কেউ হয়ত বা বিক্রয় তথা মার্কেটিংয়ের কাজ করে থাকে৷ তাছাড়া আমার জানা মতে এমনও সাইট আছে যেখানে প্রয়োজনীয় বই অনলাইন রেজিষ্ট্রেশনের মাধ্যমে কোন ফি ছাড়াই ধার নিতে পারেন পাঠক৷

তবে ও-সব ছাপিয়ে এখন পিডিএফ পাঠ ও সংগ্রহের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কিন্তু জনমানুষের মানসপটে তৈরি হয়েছে৷ সেটাকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে লক্ষ-লক্ষ বইয়ের বিশাল বিশাল ই-গ্রন্থাগার৷ অনলাইনে সারসরি পড়া যায়৷ ডাউনলোড করে অফলাইনেও পড়া সম্ভব৷

অনেক সাইটের মধ্যে আজ একটিমাত্র সাইটের কথা বলব৷ কিতাব ভুবন ডট কম৷
(kitabbhubon.com) এক কথায় চমৎকার একটি সাইট৷ এখানে কয়েকটি ক্যাটাগরির প্রায় ২৫০০ বইয়ের লিংক আছে৷

এর বাইরেও আছে অনেক বই৷ ইতিহাস, ইলমুল কুরআন, হাদিস, ফিকহের দালিলিক গ্রন্থ এবং বাংলা-উর্দু-ইংরেজি এমনকি ফারসিতেও পিডিএফ আকারে বই আপলোড দেওয়া আছে৷ কোন ধরণের রেজিস্ট্রেশন বা ডলার বিনিময় ছাড়াই সকল বই ডাউনলোড করা যায়৷ সাইটটি আসলেই সুন্দর৷ আরো অনেক কিতাব ধীরে ধীরে হয়ত তাঁরা যোগ করবেন৷

আমার প্রস্তাবনা থাকবে আরো ইংরেজি বই আপলোড দেওয়া হোক, বিশেষত সিহাহ সিত্তার সকল কিতাবের ইংরেজি পিডিএফ সহজলভ্য৷ এখানেও যদি থাকে তাহলে সাইটের মান বাড়বে৷

আর বাংলা সাহিত্য শিরোনামে যা আছে তা আসলে কতটুকু বাংলা সাহিত্য তা নিয়ে আমার ব্যাপক প্রশ্ন৷ নিরেট-নির্ভেজাল বাংলা সাহিত্যের বই যোগ করা চাই৷ যেটা মৌলিক অর্থে বাংলা সাহিত্যের প্রতিনিধিত্ব করবে৷

সবশেষে বলব, আমরা সবাই যদি সাইটটি ভিজিট করি এবং নিজেদের প্রয়োজনীয় বই-কিতাব ডাউনলোড দিই অথবা অন্যান্যভাবে অন্তত সমর্থনটুকু দিই৷ তাঁরা কাজে অনুপ্রেরণা পাবে৷৷গতিশীল হবে পথচলা৷

৷৷ مرنگے ہم کتابوں پر * ورق ھوگا کفن آپنا
মরতে চাই আমি ঢলে পড়ে কিতাবের উপর
কিতাবের পাতা হোক মোর কাফনের কাপড় ৷৷

লিখেছেন-

জুবায়ের হাসান

সম্পাদক, কল্লোল
মারকাযুল বায়ান, জামতলা, ময়মনসিংহ৷
২২ শে সেপ্টেম্বর ‘১৯ ঈ.

 

আমাদের সাইট সম্পর্কে আপনিও আপনার মতামত লিখে পাঠতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনার মতামত সাইটে প্রকাশ করার চেষ্টা করব। মতামত লিখে আমাদের ফেসবুক পেইজের ইনবক্সে পাঠিয়ে দিন অথবা মেইল করুন এ আইডিতে:

kitabbhubon@gmail.com

5 Comments on “বই-কিতাবের ফেরি করে যে ওয়েবসাইট

  1. এই লেখাটি সোস্যাল মিডিয়াগুলোতে শেয়ার করলে অনেকে উপকৃত হবে মনে করি।

    • অনেক অনেক শুকরিয়া। আপনি চাইলে মিডিয়ায় শেয়ার করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>