বিসমিল্লাহির রাহমানির রাহীম
তাহকীকের কাজের জন্য মাখতুতা বা পান্ডুলিপির যেমন অপরিহার্য তেমনি মাখতুতা অনুসন্ধান বা সংগ্রহ করার জন্য মাখতুতাতের তালিকা বা ফাহারিসও অপরিহার্য।
তাই আজ আপনাদের সামনে বিভিন্ন মাখতুতাতের মাকতাবার ফাহারিস নিয়ে হাজির হলাম। আল্লাহ আমাদের সকলকে এগুলো থেকে উপকৃত হওয়ার তাওফীক দান করুন। আমীন।