হেদায়া ও ছাহেবে হেদায়া – Kitabbhubon

Blog

হেদায়া ও ছাহেবে হেদায়া

‘হিদায়া শরহু বিদায়াতুল মুবতাদী’ ফিকহুল মুদাল্লাল ও ‍ফিকহুল মুকারানের অন্যতম কিতাব। হানাফী মতাদর্শে রচিত। সুদীর্ঘ যুগ ধরে দরসে নিযামীর নেসাবে উজ্জল হয়ে আছে। বরং কিতাবটি একটি জামাত বা শ্রেণীর নামে সুখ্যাতি লাভ করেছে উপমহাদেশে।

হিদায়া ও ছাহিবে হিদায়ার হাদীস সংশ্ষ্টিতা নিয়ে আমাদের ধোঁয়াশার অন্ত নেই। এ সম্পর্কে সম্যক জ্ঞান না থাকার দরুন অন্যদের প্রোপাগান্ডায় কখনো কখনো ভড়কে যাই। ভাবতে থাকি, হাদীসগুলো মনে হয় এমনি। জোড়াতালি দিয়ে…। একটি ফিরকাহর উপর্যুপরি ইলযামের কারণে সংশয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। অনেকে অপপ্রচারকেই বাস্তবতা মনে করছেন।

দুটি কিতাব:
১- হিদায়া আওর ছাহিবে হিদায়া

লিখেছেন, পাকিস্তানের খ্যাতিমান আলিমে দীন মাওলানা আবদুল কাইয়ূম হক্কানী দা.বা.।

কিতাবটিতে তিনি ছাহিবে হিদায়ার জীবনী থেকে নিয়ে হিদায়ার ব্যাখ্যাগ্রন্থের ফিরিস্তি পর্যন্ত উল্লেখ করেছেন। হাদীস সংশ্লিষ্টতা নিয়ে সুন্দর আলোচনা করেছেন। বাদ পড়েনি ‘তাসামুহাতে’ ছাহিবে হিদায়া। দ্বিতীয় রিসালাটি থেকে এটি বিস্তারিত, স্বতন্ত্র ও অনেক বৈশিষ্ট্যের অধিকারী। দ্বিতীয় রিসালাটির পূর্বেই এটি প্রকাশিত হয়েছে।

২- তাযকিরায়ে ছাহিবে হিদায়া

লিখেছেন, উত্তর আফ্রিকার দাওয়াতুল হক মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা ফযলুর রহমান আযমী দা.বা.।
কিতাবটিতে তিনি বিশদআকারে ছাহিবে হিদায়ার শাইখদের আলোচনা করেছেন। ছাহিবে হিদায়ার ফযল, কামাল ও হাদীস সংশ্লিষ্টতার ধোঁয়াশা দূরীকরণে যথেষ্ট সজাগ ছিলেন।
রিসালা দুটি একই বিষয় হওয়ার কারণে উভয়টির মাযামিন ও বিষয়বস্তু কাছাকাছি।
ডাউনলোড লিঙ্ক:
১ম: হিদায়া আওর ছাহিবে হিদায়া
২য়: তাযকিরায়ে ছাহিবে হিদায়া
লিখেছেন- Rahbar C M

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>