ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কিতাব – Kitabbhubon

Blog

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কিতাব

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কিতাবের ডাউনলোড লিংক

আব্দুল্লাহ জাহাঙ্গীরের জন্ম হয় ১৯৬১ সালের ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ধোপাঘাট গোবিন্দপুর গ্রামে।

তার পিতা খোন্দকার আনওয়ারুজ্জামান এবং মাতা বেগম লুৎফুন্নাহার। তিনি ১৯৭৩ সালে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন।

এরপর একই প্রতিষ্ঠান থেকে ১৯৭৫ সালে আলিম এবং ১৯৭৭ সালে ফাজিল ও ১৯৭৯ সালে হাদিস বিভাগ থেকে কামিল পাস করার উচ্চতর শিক্ষার জন্যে সৌদি আরব গমন করেন।

রিয়াদে অবস্থিত আল ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ১৯৮৬ সালে অনার্স, ১৯৯২ সালে মাস্টার্স ও ১৯৯৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

রিয়াদের মুহাম্মাদ বিন সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি তৎকালীন রিয়াদের গভর্নর সালমান বিন আব্দুল আজিজের হাত থেকে পর পর দু’বার সেরা ছাত্রের পুরস্কার গ্রহণ করেন। এ সময় তিনি শায়খ আব্দুল্লাহ বিন বাযমুহাম্মদ বিন উসায়মিন, আল জিবরিন ও সালিহ আল-ফাউজান-সহ স্কলারদের সান্নিধ্য লাভে সক্ষম হন।

লেখাপড়ার পাশাপাশি ১৯৯৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি উত্তর রিয়াদ ইসলামি সেন্টারে দাঈ ও অনুবাদক হিসেবে কর্মরত ছিলেন।

লেখাপড়া শেষ করে ১৯৯৮ সালে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামি স্টাডিজ বিভাগের লেকচারার হিসেবে যোগদান করেন।

১৯৯৯ সালে তিনি ইন্দোনেশিয়া থেকে ইসলামি উন্নয়ন ও আরবি ভাষা বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

২০০৯ সালে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে প্রফেসর পদে উন্নীত হন।

কর্মজীবনে তিনি ঢাকার দারুস সালাম মাদ্রাসায় খণ্ডকালীন শায়খুল হাদিস হিসেবেও পাঠদান করতেন।

তার প্রসিদ্ধ কিছু কিতাব:

ইসলামী আক্বিদা

হাদীসের নামে জালিয়াতিপ্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা

 ইসলামে পর্দা

খুতবাতুল ইসলাম

 রাহে বেলায়েত

 এহইয়ায়ুস সুনান

আলফিকহুল আকবার (মূলইমাম আবূ হানীফা রাহ.)

ইসলামের নামে জঙ্গীবাদ

 আলমাউযুআত

১০বাংলাদেশে উসর ও ফসলের যাকাত

১১পোশাকপর্দা ও দেহসজ্জা

১২আল্লাহর পথে দাওয়াত

১৩মুনাযাত ও নামায

১৪স্বালাতের মধ্যে হাত বাধার বিধান

 ১৫কিতাবুল মোকাদ্দসইঞ্জিল শরীফ ও ঈসায়ী ধর্ম

১৬কুরআনসুন্নাহর আলোকে শবেবরাত ফযীলত ও আমল

১৭তাওরাতযাবুরইঞ্জিল ও কুরআনের আলোকে কুরবানী ও জাবীহুল্লাহ

দ্বীনি অন্যান্য কিতাব ডাউনলোড করুন: দ্বীনি কিতাব 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>