ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা এখন ইন্টারনেটে – Kitabbhubon

Blog

ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা এখন ইন্টারনেটে

ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা
ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতার সাথে। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার (Bibliothèque nationale de France)। এই সুবিশাল গ্রন্থাগারে শুধু মাখতুতা বা manuscripts ই রয়েছে প্রায় 96,000 ।

ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের আরবী মাখতুতার সংগ্রহও বেশ সমৃদ্ধ। তাতে প্রায় 7,000 আরবী মাখতুতা রয়েছে। এর অধিকাংশই এখন তাদের ওয়েব সাইট থেকে সংগ্রহ করা যায়। 

উদাহরণ স্বরূপ মাকামাতে হারীরির মাখতুতা দেখুন: Arabe 5847

আরে দেখুন: تلقيح فهوم أهل الأثر في عيون التاريخ  এর মাখতুতা: Arabe 724

ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা দেখতে ও ডাউনলোড করতে এ লিংক অনুসরণ করুন: https://gallica.bnf.fr

কিভাবে সাইট থেকে উপকৃত হব: 

উপরে দেওয়া ছবিতে দেখতে পাচ্ছেন gallica (ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের ) সাইটের সার্চ মেনুর পাশে Manuscripts লেখা আছে। এটা হল একটি ক্যাটাগরি। এ ধরনের অনেক ক্যাটাগরি রয়েছে।

আমরা যেহেতু মাখতুতা বা Manuscripts সন্ধান করব তাই এই ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর মাখতুতা নাম্বার ( যেমন:Arabe 724) বা মাখতুতার নাম (تلقيح فهوم) লিখে সার্চ করুন। যদি আপনার কাঙ্খিত মাখতুতা থাকে তাহলে তা পড়তে পারবেন এবং পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

মাখতুতা অনুসন্ধানের সুবিদার জন্য ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের কিছু তালিকার লিংক নিচে দেওয়া হল। ইনশাআল্লাহ এগুলো আপনাদের সহায়ক হবে।

  1. 1 à 4665

  2. 4666 à 6753

  3. Index arabe 590 à 6835

  4. Index arabe 6836 à 7214

  5. Arabes chrétiens 1 à 323

  6. Arabes chrétiens 780 à 6933. Index

  7. Coran Arabe 324-383 disp. Smith-Les.

  8. Coran Arabe 384-589 disp. Smith-Les.

  9. A rabes musulmans 590 à 1120

  10. Arabes musulmans 1121 à 1464

  11. Arabes musulmans 1465 à 1685

  12. Index arabes musulmans 590 à 1464

  13. Inventaire de la bibliothèque ‘Umarienne de Ségou

আজ এটুকুই।

আগামীতে অন্য কোন লাইব্রেরীর ইসলামী মাখতুতার আলোচনা নিয়ে আপনারদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন।

মাখতুতা সম্পর্কে আমাদের আরো পোষ্ট পড়ুন: مخطوطة 

1 Comments on “ফ্রান্সের জাতীয় গ্রন্থাগারের মাখতুতা এখন ইন্টারনেটে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes:

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>