টোকিও বিশ্ববিদ্যালয়ের আরবী মাখতুতা
বিসমিল্লাহির রাহমানির রাহীম।
ইসলামী ইলমের ভাণ্ডার সংরক্ষিত আছে পৃথিবীর বিভিন্ন দেশে। বিভিন্ন লাইব্রেরীতে। তন্মধ্যে একটি লাইব্রেরী হল, জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী। যা معهد دراسات الثقافة الشرقية بجامعة طوكيو (institute of oriental culture university of tokyo) নামে বেশি প্রসিদ্ধ। তাতে প্রায় হাজারেরও বেশি আরবী মাখতুতা রয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের মাখতুতাগুলো এখন তাদের সাইটে পাওয়া যায়। সেগুলো সুবিন্যস্ত ও ডাউনলোডযোগ্য। এই লিংক থেকে তাদের ওয়েব সাইট দেখতে পারেন।
টোকিও বিশ্ববিদ্যালয়ের মাখতুতাগুলোর তালিকা ডাউলোড করুন এই লিংক থেকে।
কিভাবে সাইট থেকে উপকৃত হব:
টোকিও বিশ্ববিদ্যালয়ের মাখতুতাগুলো দুটি ভাগে VOL. 1 এবং VOL. 2 শিরোনামে রাখা হয়েছে। তবে মাখতুতা সন্ধানের জন্য সহজ পদ্ধতি হল, মাখতুতার নাম বা লেখকের নাম দিয়ে সার্চ করা। এ জন্য তারা By title ও By author শিরোনামে দুটি পেইজ দিয়ে রেখেছেন। যাতে মাখতুতার নাম হিসেবে মাখতুতার তালিকা ও লেখকের নাম হিসেবে মাখুতাতা দেওয়া আছে। এবং সেখানে সার্চ করে সহজেই আপনি আপনার কাঙ্খিত মাখতুতা খোঁজে নিতে পারেন।
তালিকার নমুনা:
Manuscript No. | Text No. | ||
Ms.161 | [1427] | al-Abhath al-mukhallasa fi hukm kayy al-himmasa | الأبحاث المخلصة في حكم كي الحمصة |
Ms.25 | [1072] | Mukhtar al-fatwa | ابن البلدجي، عبد الله بن محمود بن مودود |
Ms.26 | [1073] | al-Muqaddima fi al-salat | أبو الليث السمرقندي |
Ms.60 | [2113] | Ithaf al-zaki bi-sharh al-Tuhfa al-mursala ila al-nabi | إتحاف الزكي بشرح التحفة المرسلة إلى النبي |
Ms.40 | [1198] | K. ithbat al-wajib | كتاب إثبات الواجب |
Ms.40 | [1199] | K. ithbat al-wajib | كتاب إثبات الواجب |
Ms.118 | [1364] | al-Ajurrumiya | الآجرومية |
Ms.152 | [1416] | al-Ajurrumiya | الآجرومية |
Ms.232 | [1571] | al-Ajurrumiya | الآجرومية |
Ms.354 | [1812] | Ajall al-qurb wa-akshaf al-kurb fi al-salat ala sayyid al-ajam wa-al-arab khatam rusul Allah ajma’in | أجل القرب وأكشف الكرب في الصلاة على سيد العجم والعرب خاتم رسل الله أجمعين |
Ms.150 | [2458] | al-Ajwiba al-Abnasiya an al-as’ila al-Yafi’iya | الأجوبة الأبناسية عن الأسئلة اليافعية |
আজ এটুকুই।
আগামীতে অন্য কোন লাইব্রেরীর ইসলামী মাখতুতার আলোচনা নিয়ে আপনারদের সামনে হাজির হব। ইনশাআল্লাহ। আশা করি আমাদের সাথেই থাকবেন।
মাখতুতা সম্পর্কে আমাদের আরো পোষ্ট দেখুন: مخطوطة
whoah this blog is wonderful i really like reading your articles. Keep up the great paintings! You realize, a lot of people are hunting round for this info, you could help them greatly.
I have read so many posts about the blogger lovers however this post is really a good piece of writing, keep it up