মাওলানা সা’দ সাহেবের ভ্রান্তি বিষয়ক কয়েকটি কিতাব – Kitabbhubon

Blog

মাওলানা সা’দ সাহেবের ভ্রান্তি বিষয়ক কয়েকটি কিতাব

মাওলানা সা’দ সাহেবের ভ্রান্তি

মাওলানা সা’দ সাহেবের ভ্রান্তি বিষয়ক কিছু কিতাব

বিসমিল্লাহির রাহমানির রাহিম

তাবলীগ জামাতের বর্তমান পরিস্থিতি আমাদের সবার জন্যই বড় পেরেশানী ও কষ্টের। বাস্তবেই এটি এক বড় মুসীবত, যা মূলত আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ করুন, আমরা এই পরীক্ষায় যেন উত্তীর্ণ হতে পারি এবং এখান থেকে উপযুক্ত নসীহতও হাসিল করতে পারি।

কিন্তু সেজন্য শর্ত হল, যথাযথভাবে এই পরিস্থিতির হাকীকত ও বাস্তবতা অনুধাবন করতে পারা এবং এক্ষেত্রে হক ও বাতিলের পার্থক্য নির্ণয় করতে পারা। পাশাপাশি এ অবস্থায় কার কী দায়িত্ব তাও জেনে নেওয়া।

আল্লাহ তাআলার শোকর যে, উলামায়ে কেরাম একান্তভাবে এবং সম্মিলিত মজলিসে লোকজনকে এ বিষয়ে বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছেন। এর ধারাবাহিকতায় দেশে বিভিন্ন জায়গায় ওয়াজাহাতী জোড়ও অনুষ্ঠিত হচ্ছে।

আলহামদু লিল্লাহ, এইসব জোড়ের কিছু ফায়েদাও পরিলক্ষিত হচ্ছে। এর ফায়েদা আরো বেশি হত যদি তাতে আলোচকবৃন্দের সকলে সতর্কতার সাথে কথা বলতেন এবং আলোচনার মধ্যে ইকরাম ও শারাফাতের পূর্ণ খেয়াল রাখতেন।

এছাড়া এ বিষয়ে বিভিন্নজন বিভিন্ন বই-পুস্তিকা লিপিবদ্ধ করছেন। এরই ধারাবাহিকতায় মাকতাবাতুল আযহার ও মাকতাবাতুল আসআদ থেকে তাবলীগ সিরিজ নামে কিছু পুস্তিকা প্রকাশিত হয়েছে। আজ এগুলোর পিডিএফ নিয়ে আপনাদের খেদমতে হাজির হলাম।

কিতাবগুলো এখান থেকে ডাউনলোড করুন

বাংলা দ্বীনি কিতাব পড়ার জন্য আমাদের সাইটের এই লিংকে ভিজিট করুন: বাংলা দ্বীনি কিতাব
কিতাব ডাউনলোড করতে কোন সমস্যা হলে আমাদেরকে কমেন্টে জানাবেন।

Comments are closed.